নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬: আবেদন পদ্ধতি, যোগ্যতা ও বিস্তারিত গাইডলাইন
নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬
ভর্তি পরীক্ষা: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি এবং ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তির শর্তাবলী নিচে বিস্তারিত দেওয়া হলো:
১. আবেদনের যোগ্যতা ও শর্তাবলী
- নাগরিকত্ব: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- পাশের সন: এসএসসি/সমমান পাশের সাল হতে হবে ২০২১, ২০২২ অথবা ২০২৩। এইচএসসি/সমমান পাশের সাল হতে হবে ২০২৩, ২০২৪ অথবা ২০২৫।
- শিক্ষাবিরতি: এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে ব্যবধান ৩ বছরের বেশি হতে পারবে না।
| কোর্সের নাম | ন্যূনতম যোগ্যতা ও জিপিএ |
|---|---|
| বিএসসি ইন নার্সিং (৪ বছর) | বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ। মোট জিপিএ ৬.৫০ (তবে কোনোটিতে ৩.০০ এর কম নয়)। এইচএসসি জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। |
| ডিপ্লোমা ইন নার্সিং (৩ বছর) | যেকোনো বিভাগ থেকে উত্তীর্ণ। মোট জিপিএ ৬.০০ (তবে কোনোটিতে ২.৫০ এর কম নয়)। |
| ডিপ্লোমা ইন মিডওয়াইফারি (৩ বছর) | যেকোনো বিভাগ থেকে উত্তীর্ণ নারী শিক্ষার্থী। মোট জিপিএ ৬.০০ (তবে কোনোটিতে ২.৫০ এর কম নয়)। |
২. পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিন্যাস
- বাংলা-১৫, ইংরেজি-২০, গণিত-১০
- বিজ্ঞান-৪০ (জীববিজ্ঞান, পদার্থ, রসায়ন)
- সাধারণ জ্ঞান-১৫
- বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ গণিত-১০
- সাধারণ বিজ্ঞান-৩০
- সাধারণ জ্ঞান-২০
৩. মেধা তালিকা প্রণয়ন (মোট ১৫০ নম্বর)
শিক্ষার্থী নির্বাচন করা হবে এসএসসি, এইচএসসি জিপিএ এবং ১০০ নম্বরের MCQ পরীক্ষার ভিত্তিতে:
আবেদন ও পেমেন্ট তথ্য
টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। বিএসসি- ৭০০/- এবং ডিপ্লোমা- ৫০০/- টাকা।
আবেদন করার লিংক (bnmc.teletalk.com.bd)বিস্তারিত জানতে ভিজিট করুন: www.bnmc.gov.bd
আপনার পাশে আছে "স্টুডেন্ট কেয়ার"
আপনার একাডেমিক ও ক্যারিয়ার জীবনের সব সমাধান এক জায়গায়!
- ✅ চাকরির আবেদন
- ✅ রিটার্ন দাখিল (Tax)
- ✅ বিমান টিকেট বুকিং
- ✅ IELTS রেজিস্ট্রেশন
- ✅ প্রফেশনাল সিভি তৈরি
- ✅ ডাটা এন্ট্রি
- ✅ প্রিন্ট ও স্ক্যানিং
- ✅ ফটো প্রিন্ট ও PDF এডিটিং
- ✅ ফরম পূরণ
- ✅ স্লাইড (PPT) প্রস্তুত
- ✅ কম্পিউটার ট্রেনিং
- ✅ অনলাইনে যাবতীয় কাজ
📍 ঠিকানা: ব্রাদার্স ম্যানশন, কলেজ গেইট, কোর্ট রোড, মৌলভীবাজার ৩২০০।
📞 যোগাযোগ: +8801637746468
🌐 ওয়েবসাইট: studentcaremb.blogspot.com
আমরা আপনার কাজকে করবো সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত!
Comments
Post a Comment
Hi, thank you for commenting on our page! We are thrilled to have you as a customer and look forward to serving you again in the future. If you have any questions or concerns, please do not hesitate to contact us.
Call or Whatsapp- +8801637746468
Email: studentcare3123@gmail.com
channel: https://whatsapp.com/channel/0029VaISHUj5a23uIpidff3d