NTRCA ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ২০২৫: ১,০৮,২২২ শিক্ষক নিয়োগে আবেদন শুরু

১ লাখের বেশি শিক্ষক নিয়োগ! এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) থেকে প্রকাশিত হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। এবার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে মোট ১,০৮,২২২টি শূন্যপদ-এ শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের সংখ্যা:
- স্কুল ও কলেজ: ৪৬,২১১ জন
- মাদ্রাসা: ৫৩,৫০১ জন
- কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান: ১,১১০ জন
আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
- পদের ধরন: এমপিও
- বয়সসীমা: ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর
- আবেদন শুরু: ২২ জুন ২০২৫ দুপুর ১২:০০ টা
- আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৫ রাত ১২:০০ টা
- আবেদন লিংক: ngi.teletalk.com.bd
একজন প্রার্থী সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন এবং পছন্দ না হলে মেধার ভিত্তিতে অন্য প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার জন্য সম্মতি জানাতে পারবেন।
✅ আবেদন করতে ভিজিট করুন Student Care-এ
যদি আপনি নিজে আবেদন করতে না পারেন বা নিশ্চিন্তে আবেদন সম্পন্ন করতে চান, তাহলে এখনই চলে আসুন Student Care-এ!
আমাদের সেবাসমূহ:
- চাকরির আবেদন
- রিটার্ন দাখিল
- বিমান টিকেট বুকিং
- IELTS পরীক্ষার রেজিস্ট্রেশন
- প্রফেশনাল সিভি তৈরি
- ডাটা এন্ট্রি
- প্রিন্ট ও স্ক্যানিং
- ইমেইল ব্যবস্থাপনা
- ফটো প্রিন্ট
- পিডিএফ এডিটিং
- ফরম পূরণ
- পাওয়ার পয়েন্ট/ স্লাইড প্রস্তুত
- কম্পিউটার ট্রেনিং এবং আরও অনেক কিছু
📍 ঠিকানা: ব্রাদার্স ম্যানশন, কলেজ গেইট, কোর্ট রোড, মৌলভীবাজার ৩২০০
📞 ফোন: +8801637746468
🌐 ওয়েবসাইট: স্টুডেন্ট কেয়ার
আপনার একাডেমিক ও ক্যারিয়ার জীবনের জন্য আমরা আছি আপনার পাশে!
#NTRCA #JobCircular2025 #TeacherRecruitment #StudentCareBD #শিক্ষক_নিয়োগ #ষষ্ঠ_গণবিজ্ঞপ্তি
Comments
Post a Comment
Hi, thank you for commenting on our page! We are thrilled to have you as a customer and look forward to serving you again in the future. If you have any questions or concerns, please do not hesitate to contact us.
Call or Whatsapp- +8801637746468
Email: studentcare3123@gmail.com
channel: https://whatsapp.com/channel/0029VaISHUj5a23uIpidff3d