ঢাবি-রাবিসহ চার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
২০২৪-২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি সমূহ
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে গত ৪ নভেম্বর থেকে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার আবেদন ফি ১ হাজার ৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা। তবে আইবিএ ইউনিটের ফি ১ হাজার ৫০০ টাকা। ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সনের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তি প্রার্থীরা আগামী সোমবার দুপুর ১২টা থেকে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
ঢাবির ভর্তি পরীক্ষা কোন ইউনিটে কবে
১. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২৫ জানুয়ারি(শনিবার)
২. বিজ্ঞান ইউনিট: ১ ফেব্রুয়ারি(শনিবার)
৩. ব্যবসায় শিক্ষা ইউনিট: ৮ ফেব্রুয়ারি (শনিবার)
৪. চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ৪ জানুয়ারি (শনিবার )
৫. আইবিএ ইউনিট: ৩ জানুয়ারি(শুক্রবার)
শিক্ষার্থীরা পাঁচটি ইউনিটে আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) একই দিনে অনুষ্ঠিত হবে বিধায় এ ইউনিটের এবং আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসী অনুষদ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজী অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনষ্টিটিউটে ভর্তির জন্য বিজ্ঞান ইউনিট, কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনষ্টিটিউটে ভর্তির জন্য কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সকল বিভাগে ভর্তির জন্য ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা অনুষদভুক্ত সকল বিভাগে ভর্তির জন্য চারুকলা ইউনিট এবং আইবিএ ইনস্টিটিউটে ভর্তির জন্য আইবিএ ইউনিটে আবেদন করতে হবে ভর্তি-ইচ্ছুকদের।
মেডিকেল
২১ ফেব্রুয়ারি, পবিত্র শবে বরাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বেশ কয়েকটি কারণে আগামী ১৪ ফেব্রুয়ারি মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ১৭ জানুয়ারি এ পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ২৮ ফেব্রুয়ারি ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। গত ২৯ অক্টোবর অভ্যন্তরীণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করে জানান, মেডিকেলের ভর্তি পরীক্ষার তারিখ ১৭ জানুয়ারি নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে। আর ডেন্টালের ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
তিনি বলেছেন, ১৪ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত ছিল। কিন্তু ওই দিন শবে বরাত হতে পারে, আবার ২১ ফেব্রুয়ারি নেওয়া সম্ভব নয়। এসব কারণে ২৮ ফেব্রুয়ারি বিডিএস পরীক্ষা নেওয়া হবে। এতে অধিদপ্তরের মহাপরিচালক সম্মত রয়েছেন বলেও জানান তিনি। ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, সময়মতো এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে
বুয়েট
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। অভ্যন্তরীণ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং ভর্তিবিষয়ক বিভিন্ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জহরুল হক এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক ড. মো. জহরুল হক বৃহস্পতিবার (৭ নভেম্বর) বলেন অভ্যন্তরীণ যেসব বিষয়গুলো থাকে, বিভিন্ন কমিটি সেগুলো চূড়ান্ত করছে। আগামী সপ্তাহে সব কাজ শেষ হতে পারে। এরপর অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে এখনও কোনও সম্ভাব্য তারিখ ঠিক করা হয়নি।
কবে নাগাদ পরীক্ষা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, সামনে বেশকিছু দিন ছুটি আছে। জানুয়ারিতে অনেককে পাওয়া যাবে না। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে। সবকিছু সমন্বয় করেই বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হবে। এবারও দুই ধাপে ভর্তি পরীক্ষা হবে বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, গত ৩ নভেম্বর বুয়েটের অ্যাকাকাডেমিক কাউন্সিলের সভায় ভর্তিবিষয়ক কয়েকটি কমিটি গঠন করা হয়। এসব কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জহরুল হক। তিনি কমিটির কাজগুলোর সমন্বয় করবেন। গতবারের মত এবারও দুই ধাপে হতে পারে বুয়েটের ভর্তি পরীক্ষা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। গত মঙ্গলবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি উপ-কমিটির সভায় সর্বসম্মতভাবে রাবি ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী বছরের ১২, ১৯ ও ২৬ এপ্রিল তারিখে ভর্তি পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়। ১৪ নভেম্বর তারিখে অনুষ্ঠিতব্য ভর্তি কমিটির সভায় এ সুপারিশ বিবেচনা করা হবে। সভায় ভর্তি সংক্রান্ত অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য একাধিক বিশ্ববিদ্যালয় তারিখ ঘোষণা করেছে। সে ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে কর্তৃপক্ষ। আগামী ১৩ নভেম্বর এ সভা আহবান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১৩ নভেম্বর ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে এবং কীভাবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগের মতো নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করার লক্ষ্যে উপাচার্যের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে প্রশাসন। গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন ডেইলি ক্যাম্পাসকে বলেন, একটি কমিটি হয়েছে। ইতিমধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষার কমিটিকে বিষয়টি জানানো হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাব্য সময় ধরা হয়েছে। নভেম্বরে ভর্তি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে।
জবির শিক্ষকরা গুচ্ছ থেকে বের হয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে দাবি জানিয়ে আসছিলেন। সে দাবির পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সদস্যদের সম্মিলিত সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মেরিটাইম ইউনিভার্সিটি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন অনুষদে ভর্তি পরীক্ষার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ও ২১ ডিসেম্বর। যার আবেদন শুরু হবে ১০ নভেম্বর এবং শেষ হবে ১ ডিসেম্বর। পরীক্ষায় এবারেও সেকেন্ড টাইম ও নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র নৈর্ব্যত্তিক পদ্ধতিতে। ভর্তি প্রক্রিয়া শেষে ক্লাস শুরুর সম্ভব্য তারিখ ২০২৫ সালের এপ্রিল মাসে।
বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীনে পাঁচটি বিভাগে ২০০ আসনের জন্য এই ভর্তি পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। ২০২১ অথবা ২০২২ সালে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় এবং ২০২৩ অথবা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল সে সকল শিক্ষার্থী নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন।
তিন গুচ্ছ
২৪ বিশ্ববিদ্যালয়ের সাধারণ গুচ্ছ এবং ৯ বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম এখনও শেষ হয়নি। তিন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল গুচ্ছের ভর্তি কার্যক্রম শেষে সদ্য ক্লাস শুরু হয়েছে। এ তিন গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
Comments
Post a Comment
Hi, thank you for commenting on our page! We are thrilled to have you as a customer and look forward to serving you again in the future. If you have any questions or concerns, please do not hesitate to contact us.
Call or Whatsapp- +8801637746468
Email: studentcare3123@gmail.com
channel: https://whatsapp.com/channel/0029VaISHUj5a23uIpidff3d