Bangladesh Army Job Circular 2024-বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার ২০২৪

Bangladesh Army Job Circular 2024

বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে।

আবেদনের শুরুর তারিখ : ১৬ আগষ্ট ২০২৪ তারিখ।

আবেদনের শেষ তারিখ : ১৯ অক্টোবর ২০২৪ তারিখ।


আবেদনের যোগ্যতা : বয়স : প্রার্থীদের বয়স ১ জুলাই ২০২৫ তারিখে ১৬ হতে ২১ বছর।

শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি), ওজন ৫৪ কেজি (১২০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৫৭ মিটার (৫ ফুট ১ ইঞ্চি), ওজন ৪৬ কেজি (১০০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।


জাতীয়তা : প্রার্থীদের জন্ম সূত্রে বাংলাদেশী হতে হবে।


বৈবাহিক অবস্থা : অবিবাহিত হতে হবে।


আবেদন করার পদ্ধতি : প্রার্থীরা https:// join.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধু অনলাইনে আবেদন করতে পারবে।  আবেদনকারী প্রার্থীরা VISA ও Master Card অথবা Trust Bank Mobile Money,bKash,Rocket এর মাধ্যমে ১০০০ টাকা আবেদন ফি বাবদ জমা দিতে পারবেন। আবেদন ফি জমা দেয়ার পর তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার কল-আপ লেটার পাওয়া যাবে।


Bangladesh Army Job Circular 2024






আপনি কী করে ক্যারিয়ার এবং একাডেমিক জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন কাজ করাতে চান? তাহলে স্টুডেন্ট কেয়ার আপনাদের জন্য দিচ্ছে সেবা সার্ভিস । আমরা আপনাদের জন্য জবের আবেদন করতে সহায়তা, ট্রেন/ বিমান টিকেট এবং IELTS পরীক্ষার বুকিং, সিভি তৈরি, ডাটা এন্ট্রি, প্রিন্ট এবং স্ক্যানিং, ইমেল ব্যবস্থাপনা এবং অন্যান্য সেবা সরবরাহ করছি। আমাদের সেবা সম্পর্কে আরও জানতে আজই যোগাযোগ করুন। +8801637746468 স্টুডেন্ট কেয়ার ওয়েবসাইট: https://studentcare3123.business.site/?m=true

Comments

Popular posts from this blog

NTRCA ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ২০২৫: ১,০৮,২২২ শিক্ষক নিয়োগে আবেদন শুরু

Bangladesh Police Sub Inspector SI job circular 2024

সিভি তৈরির সম্পূর্ণ গাইড: শুরু থেকে পেশাদারিত্ব পর্যন্ত / চাকরি পাওয়ার প্রথম ধাপ: একটি কার্যকর সিভি তৈরির আদ্যোপান্ত / পারফেক্ট সিভি তৈরি করুন: CV লেখার A to Z গাইড / আপনার স্বপ্নের চাকরির জন্য সেরা সিভি: ধাপে ধাপে তৈরির কৌশল / সিভি লিখুন সফলভাবে: CV, Resume ও বিভিন্ন ফরম্যাটের সহজবোধ্য আলোচনা