নতুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগে,জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে
নতুন জন্ম
নিবন্ধন করতে কি কি লাগে
জন্ম নিবন্ধন একজন
ব্যক্তির নাম, বয়স ও অন্যান্য তথ্যের গুরুত্বপূর্ণ নথিপত্র। তাই অনলাইনে জন্ম
নিবন্ধন আবেদন করার নিয়ম ২০২৩ অনুযায়ী এটি তৈরি করতে প্রাথমিকভাবে কিছু প্রমাণপত্র
বা ডকুমেন্টস প্রয়োজন। যেমন-
- ইপিআই টিকা কার্ড
- হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ
- পিতা-মাতার তথ্য
নতুন জন্ম নিবন্ধন এর
জন্য আবেদনকারীর বয়সভেদে প্রয়োজনীয় কাগজপত্র ভিন্ন হয়। যেমন-
শিশুর বয়স ০-৪৫ দিন
হলে-
- হাসপাতালের ছাড়পত্র/ EPI টিকা
কার্ড
- হাল সনের হোল্ডিং ট্যাক্স
পরিশোধের রশিদ পত্র
- আবেদনকারীর পিতা-মাতার জাতীয়
পরিচয় পত্রের কপি বা অনলাইন জন্ম নিবন্ধন কপি
- আবেদনকারীর অভিভাবকের মোবাইল
নম্বর।
বয়স ৪৬ দিন থেকে পাঁচ
বছর হলে-
- EPI টিকা কার্ড / স্বাস্থ্য
কর্মীর সত্যায়িত প্রত্যায়নপত্র
- পিতা-মাতার এনআইডি কার্ডের কপি
(যদি থাকে)
- পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন
এর কপি (যদি থাকে)
- স্কুল শিক্ষার্থী হলে
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সত্যায়িত প্রত্যয়ন পত্র
- হাল সনের হোল্ডিং ট্যাক্স
পরিশোধের রশিদ
- আবেদনকারীর অভিভাবকের মোবাইল
নম্বর
৫ বছরের বেশি বয়সী
সকলের জন্য-
1.
বয়সের প্রমাণপত্র হিসেবে সরকারি এমবিবিএস ডাক্তার কর্তৃক সত্যায়িত প্রত্যয়ন
পত্র।
2.
সরকারিভাবে বোর্ড কর্তৃক পরিচালিত PSC, JSC কিংবা SSC – এর সার্টিফিকেট (যদি থাকে)
3.
পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র বা অনলাইন জন্ম
নিবন্ধনের কপি
4.
জন্মস্থান ও স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে হোল্ডিং ট্যাক্স এর কপি
5.
জন্ম নিবন্ধনের জন্য সঠিকভাবে পূরণকৃত আবেদন ফরম
বয়সভেদে
উপরোক্ত ডকুমেন্টগুলো সাথে থাকলে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম ২০২৩
অনুযায়ী আবেদন বা সরাসরি অউনিয়ন পরিষদে আবেদন করতে পারবেন।
অনলাইনে জন্ম
নিবন্ধন আবেদন সংক্রান্ত প্রশ্নোত্তর (FAQ’s)
জন্ম নিবন্ধন কিভাবে করতে হয়?
কোন ব্যক্তি বা শিশুর জন্ম নিবন্ধন করার
জন্য প্রথমেই অনলাইনে আবেদন করতে হবে। তারপর প্রয়োজনে ডকুমেন্টস ও আবেদন পত্র কপি
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জমা দিতে হবে।
নতুন জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগে?
নিবন্ধনকারীর বয়সভেদে জন্ম নিবন্ধন করতে
ভিন্ন কাগজপত্র প্রয়োজন হয়। সাধারণত-
- হাসপাতালের
ছাড়পত্র/ EPI টিকা কার্ড
- শিক্ষাগত
যোগ্যতার সার্টিফিকেট
- হাল
সনের হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ পত্র
- আবেদনকারীর
পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের কপি বা অনলাইন জন্ম নিবন্ধন কপি
- আবেদনকারীর
অভিভাবকের মোবাইল নম্বর।
উপরোক্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়।
নতুন জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে?
বয়স ভেদে জন্ম নিবন্ধনের ফি এর পরিমাণ
বৃদ্ধি পায়।
- ০-৪৫
দিনের মধ্যে জন্ম নিবন্ধন একদম ফ্রি।
- ৪৫
দিন থেকে পাঁচ বছর পর্যন্ত জন্ম নিবন্ধন ফি ৫০ টাকা।
- পাঁচ
বছরের উপরে প্রতিবছরের জন্য দশ টাকা হারে জন্ম নিবন্ধন ফি বৃদ্ধি পাবে।
জন্ম নিবন্ধন কোথায় করতে হয়?
স্থানীয় ইউনিয়ন পরিষদ/সিটি
কর্পোরেশন/পৌরসভা কার্যালয় জন্ম নিবন্ধন করতে হয়।
জন্ম নিবন্ধন করতে কতদিন সময় লাগে?
সাধারণভাবে নতুন জন্ম নিবন্ধন করতে তিন
থেকে সাত দিন সময় লাগে। এবং জন্ম নিবন্ধন সংশোধন করতে ইউনিয়ন পরিষদে ১৫ দিন সময়
নিয়ে থাকে।
জন্ম নিবন্ধন কতবার করা যায়?
সরকারি বিধিমালা অনুযায়ী একজন ব্যক্তির
সর্বোচ্চ একবার জন্ম নিবন্ধন করতে পারবে। একাধিকবার জন্ম নিবন্ধন করা আইনত
দণ্ডনীয় অপরাধ।
জন্ম নিবন্ধন কখন করতে হয়?
সরকারি জন্ম ও মৃত্যু নিবন্ধন ২০০৪
অনুযায়ী শিশুর জন্ম-গ্রহণের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। তবে ৪৫
দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা সম্ভব না হলে পাঁচ বছরের পূর্বেই নিবন্ধন করে নিতে
হবে। অন্যথায় প্রাথমিক বিদ্যালয় ভর্তি ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাওয়া
বাধা-গ্রস্থ হবে।
জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে
জন্ম নিবন্ধনের
যে তথ্য সংশোধন করতে চান তার প্রমানস্বরূপ ডকুমেন্টস সংযোজন করে আবেদন করতে হবে।
তথ্যের ভিত্তিতে ভিন্ন ভিন্ন কাগজ প্রয়োজন হতে পারে। যেমন-
জন্মতারিখ,
নিজের নাম, পিতা-মাতার নাম সংশোধনের ক্ষেত্রে নিম্নোক্ত ডকুমেন্টস গুলোর যেকোন ১টি
সংযোজন করতে হয়, তা হলো-
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
- টিকা কার্ড বা হাসপাতালের
প্রত্যয়ন পত্র
- আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র
- পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র
- পাসপোর্টের কপি
- প্রয়োজনে কাবিন নামার কপিও
প্রদান করা যায়।
স্থায়ী ঠিকানা পরিবর্তনের জন্য
নিচের ডকুমেন্টস গুলো সংযোজন করা যায়। যথা-
- জাতীয় পরিচয়পত্রের কপি
- চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র
- বাড়ির কর/ট্যাক্স পরিশোধের
রসিদ
অনলাইনে জন্ম
নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৩ অনুযায়ী বর্তমান ঠিকানার জন্য শুধুমাত্র বাড়ির
ইউটিলিটি বিলের কাগজ দিয়ে আবেদন করলেই হয়।
জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে
সংশোধনের
বিষয়ের ভিত্তিতে ফি প্রদান করতে হয়। জন্ম তারিখ সংশোধন ব্যতীত অন্যান্য সকল তথ্য
সংশোধন করর জন্য সংশোধন ফি ৫০ টাকা প্রদান করতে হয়।
অন্যদিকে, জন্ম
তারিখ সংশোধনের জন্য ১০০ টাকা ফি প্রদান করতে হয়। তবে বিভিন্ন ইউনিয়ন
পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনে এই ফি ২০০-৩০০ টাকা পর্যন্ত নেওয়া হয়।
জন্ম নিবন্ধন সংশোধন করতে কত দিন লাগে
অনলাইনে জন্ম
নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৩ অনুযায়ী আবেদনের পর জন্ম নিবন্ধন তথ্য যাচাই করে
সঠিক মনে হলে সংশোধিত তথ্য অনলাইনে হালনাগাদ করা হয়।
এক্ষেত্রে জন্ম নিবন্ধনের সংশোধিত সনদ টি
হাতে পেতে ৭-১৫ দিন সময় লাগতে পারে। তবে তার পূর্বেই অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন
যাচাই করা যায়।
জন্ম নিবন্ধনে পিতা-মাতার নাম সংশোধনের নিয়ম
অনলাইনে জন্ম
নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৩ অনুযায়ী জন্ম নিবন্ধনের সকল তথ্যই সংশোধন করা যায়।
সংশোধনের বিষয় নির্বাচনের সময় পিতা বা মাতার নাম সংশোধন সিলেক্ট করুন।
তারপর,
প্রয়োজনীয় ডকুমেন্টস সংযোজন করে পিতা বা মাতার সংশোধিত তথ্য লিখুন। এক্ষেত্রে
পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র সংযোজন করে দিতে পারেন।
জন্ম নিবন্ধনে বয়স সংশোধন করবো কিভাবে
জন্ম নিবন্ধনে
বয়স সংশোধন একটি জটিল বিষয়। তবে প্রথমে জন্ম নিবন্ধন করার সময় ডাটা এন্ট্রির
ক্ষেত্রে যদি আপনার জন্মসাল বা তারিখ ভূল লিপিবদ্ধ হয় তাহলে সহজে অনলাইনে জন্ম
নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৩ অনুযায়ী সংশোধন করতে পারবেন।
প্রমান স্বরূপ-
হাসপাতালের ছাড়পত্র বা প্রত্যয়নপত্র, কোন জাতীয় পরীক্ষার সার্টিফিকেট সংযোজন করে
আবেদন করুন। জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে সময় একটু বেশি লাগে এবং ১০০ টাকা সংশোধন
ফি জমা দিতে হয়।
FAQ’s
জন্ম নিবন্ধনে বয়স সংশোধন করা যায় কি?
জন্ম নিবন্ধনে
বয়সের তফাৎ যদি অস্বাভাবিক না হয় তাহলে সঠিক ডকুমেন্টস প্রদান করতে পারলে জন্ম
নিবন্ধনে বয়স সংশোধন করা যায়।
জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে?
জন্ম তারিখ
সংশোধন করতে ১০০ টাকা ও অন্যান্য সকল তথ্য সংশোধন করতে ৫০ টাকা ফি জমা দিতে হয়।
অনলাইনে বিকাশের মাধ্যমে অথবা ব্যাংক ড্রাফট করে কিংবা কিংবা সংশ্লিষ্ট ইউনিয়ন
পরিষদে গিয়ে সরাসরি জন্ম নিবন্ধন সংশোধন করার ফি প্রদান করা যায়।
জন্ম নিবন্ধন সংশোধনের জন্য কোথায় আবেদন করা যায়?
জন্ম ও মৃত্যু
নিবন্ধন ওয়েবসাইট https://bdris.gov.bd/br/correction এর
মাধ্যমে নিবন্ধন তথ্য সংশোধন করা যায়। তারপর আবেদন কপি প্রিন্ট করে ইউনিয়ন পরিষদে
বা পৌরসভায় জমা দিয়ে সংশোধিত কপি নিতে পারবেন।
জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করতে কত দিন লাগে?
সঠিকভাবে আবেদন
করার পর জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করতে ৭-১৫ দিন সময় লাগে। মোবাইলে এসএমএস এর
মাধ্যমে জানানো হলে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে তার সংশোধিত কপি সংগ্রহ করা যায়।
জন্ম নিবন্ধন কতবার সংশোধন করা যায়?
জন্ম ও মৃত্যু
নিবন্ধন ওয়েব সাইটের নিয়ম অনুযায়ী একটি জন্ম নিবন্ধন সর্বোচ্চ ৪ বার সংশোধন করা
যায়।
শেষকথা
অনলাইনে জন্ম
নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৩ অনুযায়ী একটি জন্ম নিবন্ধন ৪ বার সংশোধন করা যায়।
তাই সতর্কতার সাথে আবেদন করতে হবে। এ বিষয়ে সঠিক ধারনা নিয়ে ও উপযুক্ত কাগজপত্র
সংগ্রহ করে আবেদন করতে হবে।
Comments
Post a Comment
Hi, thank you for commenting on our page! We are thrilled to have you as a customer and look forward to serving you again in the future. If you have any questions or concerns, please do not hesitate to contact us.
Call or Whatsapp- +8801637746468
Email: studentcare3123@gmail.com
channel: https://whatsapp.com/channel/0029VaISHUj5a23uIpidff3d