২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি


২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক  (পাস) শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক  (পাস) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন 
০৫ জুন বিকাল ৪টা থেকে শুরু হয়ে 
৩০ জুন ২০২৪ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। 

আগ্রহী প্রার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে পি’ন্ট নিতে হবে এবং উক্ত ফরমসহ প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) ০১ জুলাই ২০২৪ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। 
এ শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২৫ জুলাই ২০২৪ তারিখ থেকে শুরু হবে।

১। আবেদনের যোগ্যতা ও শর্তাবলী
ক) বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোন শাখা থেকে ২০১৯/২০২০/২০২১ সালের ঝঝঈ ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.০ এবং ২০২১/২০২২/২০২৩ সালের ঐঝঈ ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। 
খ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র র) এইচ.এস.সি. (ভোকেশনাল) রর) এইচ.এস.সি. (বিজনেস্ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি) ররর) ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনুচ্ছেদ-১ এর ক নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। 
গ) ২০১৯/২০২০/২০২১ সালের ঙ-খবাবষ পরীক্ষায় তিনটি বিষয়ে ‘বিদ্ধ গে’ডসহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং ২০২১/২০২২/২০২৩ সালের অ-খবাবষ পরীক্ষায় একটি বিষয়ে দ্ধবিদ্ধ গে’ডসহ অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ভর্তি কার্যμমে অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন, সড়বাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ইমেইল এ্যাড্রেসে (ফবমঢ়ধংংহঁ@মসধরষ.পড়স) আবেদন পত্র পে’রণ করবে। সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু কোর্সের নাম, প’তিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে, ভর্তিচ্ছু কোর্সটি সংশ্লিষ্ট প’তিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর ঙ-খবাবষ ও অ-খবাবষ পরীক্ষার ট্রান্সμিপ্ট ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। 
ঘ) বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের (বাংলাদেশের নাগরিক হতে হবে) ক্ষেত্রে বাংলাদেশ-এ স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বরপত্রের সমতা নিরূপণ করা হলে তারাও এ ভর্তি কার্যμমে অনুচ্ছেদ-১ এর ক নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন, সড়বাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ইমেইল এ্যাড্রেসে (ফবমঢ়ধংংহঁ@মসধরষ.পড়স) আবেদন পত্র পে’রণ করবে। সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু কোর্সের নাম, প’তিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে, ভর্তিচ্ছু কোর্সটি সংশ্লিষ্ট প’তিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর সকল পরীক্ষার ট্রান্সμিপ্ট, বোর্ড কর্তৃক সমতা নিরূপনের কপি ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। 
ঙ) জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে ২০২১-২০২২ অথবা ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ¯ড়বাতক (সম্মান), ¯ড়বাতক (সম্মান) প’ফেশনাল ও ¯ড়বাতক (পাস) নিয়মিত/প’াইভেট কোর্সে ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে সে সকল শিক্ষার্থী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ¯ড়বাতক (পাস) কোর্সে ভর্তি হতে পারবে না। তবে এ সকল শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ¯ড়বাতক (পাস) কোর্সে ভর্তি হতে পারবে। 
চ) একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিনড়ব শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী ¯ড়বাতক (সম্মান), ¯ড়বাতক (সম্মান) প’ফেশনাল অথবা ¯ড়বাতক (পাস) নিয়মিত/প’াইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। 
ছ) প’াথমিক আবেদন ফরমে আবেদনকারীর ছবি/কোন তথ্য ভুল অথবা অসস্পূর্ণ বলে প’মাণিত হলে ঐ আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। 







আপনি কী করে ক্যারিয়ার এবং একাডেমিক জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন কাজ করাতে চান? তাহলে স্টুডেন্ট কেয়ার আপনাদের জন্য দিচ্ছে সেবা সার্ভিস । আমরা আপনাদের জন্য জবের আবেদন করতে সহায়তা, ট্রেন/ বিমান টিকেট এবং IELTS পরীক্ষার বুকিং, সিভি তৈরি, ডাটা এন্ট্রি, প্রিন্ট এবং স্ক্যানিং, ইমেল ব্যবস্থাপনা এবং অন্যান্য সেবা সরবরাহ করছি। আমাদের সেবা সম্পর্কে আরও জানতে আজই যোগাযোগ করুন। +8801637746468 স্টুডেন্ট কেয়ার ওয়েবসাইট: https://studentcare3123.business.site/?m=true

Comments

Popular posts from this blog

পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2024 Police Constable Job Circular

Bangladesh Army Job Circular 2024-বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার ২০২৪

বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (৯১ BAFA কোর্স)