প্রিলিমিনারী টু মাস্টার্স(নিয়মিত) ভর্তি
📌প্রিলিমিনারী টু মাস্টার্স(নিয়মিত) ভর্তি📌
📝অনলাইনে আবেদন করা যাবে ১৪মে বিকাল ৪টা থেকে ২৭ মে পর্যন্ত। এরপর মেধা তালিকা প্রকাশ করবে।
📝ডিগ্রিতে আপনার চয়েস করা পঠিত ৩টি বিষয় থেকে যেকোনো একটি বিষয় নিয়ে প্রিলিমিনারী টু মাস্টার্স করাযাবে।
👨🎓যেকোন একটি কলেজে আবেদন করতে পারবেন। আবেদন ফি ৩০০/- ও কাগজপত্র কলেজে জমা দিতে হবে।
✅প্রিলিমিনারী টু মাস্টার্স(নিয়মিত) ভর্তি শেষে প্রাইভেট কোর্সের সার্কুলার আসবে।
📝বিজ্ঞান বিভাগ থেকে যারা ডিগ্রি শেষ করছেন অবশ্যই নিয়মিত কোর্সে ভর্তি হতে হবে।
[N:B: অন্যান্য বিভাগ নিয়মিত বা প্রাইভেট যেকোনো একটি চয়েস করতে পারেন।]
📝২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত নূন্যতম সিজিপিএ ২.২৫ প্রাপ্তরা করতে পারবেন।
✅অনলাইনে আবেদন করতে যা যা লাগবেঃ
👉 ডিগ্রি পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর।
👉 এক কপি পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নং।
👉 দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা।
বিস্তারিত জানতে কল করুন
01637-746468
Comments
Post a Comment
Hi, thank you for commenting on our page! We are thrilled to have you as a customer and look forward to serving you again in the future. If you have any questions or concerns, please do not hesitate to contact us.
Call or Whatsapp- +8801637746468
Email: studentcare3123@gmail.com
channel: https://whatsapp.com/channel/0029VaISHUj5a23uIpidff3d