৫ম গণবিজ্ঞপ্তি - শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি NTRCA Job Circular 2024




NTRCA Job Circular 2024
NTRCA New E-Requisition Job Circular 2024

দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে প্রায় ৯৬,৭৩৬ টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ০১ জানুয়ারি ২০২৪ তারিখে যাদের বয়স ৩৫ অথবা তার কম এবং জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা অনুযায়ী অন্যান্য শর্ত পূরণ করবে শুধু তারাই আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি: 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ১৭ এপ্রিল ২০২৪ তারিখ থেকে অনলাইনে আবেদন করা যাবে। আগামী ০৯ মে ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। ই-আবেদন ফরম পূরণের সময় নামের বানানসহ অন্যান্য তথ্যাদি নিবন্ধন পরীক্ষার ফরম পূরণের সময় প্রদত্ত তথ্যের অনুরূপ হতে হবে।  অনলাইনে সঠিকভাবে ফরম পূরণ করে সাবমিট করতে হবে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে টাকা জমাদানসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশে স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৯৬ হাজার ৭৩৬ জন শূন্য পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। প্রাপ্ত সব আবেদন জাতীয় মেধার ভিত্তিতে বাছাইপূর্বক বিধি মোতাবেক প্রতিটি পদের বিপরীতে চূড়ান্তভাবে একজনকে নিয়োগের জন্য সুপারিশ করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠাবে এনটিআরসিএ। এরপর নির্বাচিতদের মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে সেই তথ্য জানিয়ে দেয়া হবে। 

বিস্তারিত বিজ্ঞাপনে দেখুন…

আবেদন শুরুর সময়: ১৭ এপ্রিল ২০২৪ তারিখ বেলা ১২:০০ টা থেকে শুরু হবে।
আবেদনের শেষ সময: ০৯ মে ২০২৪ তারিখ রাত ১১:৫৯ মিনিটে শেষ হবে।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। 


বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…                                                     ডাউনলোডের জন্য কিল্ক হেয়ার 




আবেদন করতে যা যা লাগবে
👉জাতীয় পরিচয় পত্রের কপি / জন্মসনদের কপি
👉শিক্ষাগত যোগ্যতার কপি( সার্টিফিকেট/মার্কশিট)
👉একটি ফটো
👉স্বাক্ষর
👉সচল মোবাইল নাম্বার
👉আবেদনের টাকা
👉মুক্তিযোদ্ধার কোটা হলে ( সনদ নম্বার, নাম সহ সম্পুর্ণ ডিটেইলস)

নির্ভুলভাবে আবেদনের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

👉স্টুডেন্ট কেয়ার, ব্রাদার্স ম্যানশন, মৌলভিবাজার সরকারি কলেজ গেইট, মৌলভীবাজার।

👉ফোনঃ +৮৮০১৬৩৭৭৪৬৪৬৮
👉ই-মেইলঃ studentcare3123@gmail.com



বেসরকারি শিক্ষকদের এমপিও আবেদনে যে কাগজগুলো লাগে

স্কুল-কলেজ শিক্ষকদের নতুন এমপিও আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র

০১) প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ন পত্র।
০২) আবেদনকারীর পূরণকৃত তথ্য ফরম।
০৩) এসএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদ।
০৪) এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদ
০৫) স্নাতক (ডিগ্রী) বা সমমানের পরীক্ষার মূল সনদ।
০৬) স্নাতকোত্তর (মাস্টার্স) বা সমমানের পরীক্ষার মূল সনদ।
০৭) অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সনদ।
০৮) বিএড বা ব্যাচেলর অফ এডুকেশন সনদ।
০৯) এনটিআরসিএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ।
১০) ডিগ্রী বা স্নাতক পরীক্ষার মার্কশিট।
১১) শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নিয়োগপত্র।
১২) যোগদান পত্র।
১৩) ব্যাংক একাউন্ট স্লিপ ও ব্যাংক সার্টিফিকেট।
১৪) নিয়োগপ্রাপ্ত বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের তালিকা।
১৫) লাইব্রেরি পার্টিকুলার্স (লাইব্রেরী সংক্রান্ত তথ্য)।
১৬) ল্যাবরেটরী পার্টিকুলার্স (ল্যাব্রেটরি বা বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য)।
১৭) শিক্ষক-কর্মচারীদের তথ্য বিবরণী।
১৮)নিয়োগকৃত পদে পূর্বে কর্মরত শিক্ষক-কর্মচারীদের পদত্যাগপত্র অথবা মৃত্যু সনদ অথবা অব্যাহতি পত্র।
১৯) পদত্যাগ/অবসরপ্রাপ্ত/অব্যাহতি প্রাপ্ত শিক্ষক-কর্মচারীর ব্যাংক নন-ড্রয়াল সার্টিফিকেট।
২০) শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত সর্বশেষ স্বীকৃতির কপি।
২১) শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ কমিটি অনুমোদনের কপি।
২২) লোকেশন সার্টিফিকেট (যেখানে প্রযোজ্য)।
২৩) সভার অধিবেশন বা রেজুলেশন সমূহের কপি।
২৪) ই-রিকুইজিশন কপি এবং এনটিআরসিএ গণবিজ্ঞপ্তির কপি অথবা পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কপি।
২৫) শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি।
২৬) শিক্ষা প্রতিষ্ঠানের শেষ এমপিও কপি।
২৭) নিয়োগ সংক্রান্ত সভার অধিবেশন বই বা রেজুলেশনের কপি সমূহ।
২৮) নিয়োগ পরীক্ষার ফলাফল/জাতীয় মেধা তালিকার কপি/এসএমএস এর কপি।
২৯) এনটিআরসিএ থেকে প্রাপ্ত রিকমেন্ডেশন লেটার।
৩০) বর্তমান কমিটির অনুমোদনের কপি।
৩১) সাবজেক্ট অ্যাপ্রুভাল অথবা বিভাগ খোলার অনুমতি কপি।
৩২) শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের তালিকা।
৩৩) মহাপরিচালকের প্রতিনিধির মনোনয়নের কপি।
৩৪) অন্যান্য কাগজপত্র।

আপনি কী করে ক্যারিয়ার এবং একাডেমিক জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন কাজ করতে চান? আপনি নিরাপদ, তাড়াতাড়ি এবং খরচহীন সেবার প্রয়োজন আছে? তাহলে স্টুডেন্ট কেয়ার আপনার জন্য সেরা নির্বাচন। আমরা আপনাদের জন্য কর্ম আবেদন সহায়তা, টিকেট এবং পরীক্ষার বুকিং, সিভি তৈরি, ডাটা এন্ট্রি, প্রিন্ট এবং স্ক্যানিং, ইমেল ব্যবস্থাপনা এবং অন্যান্য পরিষেবা সরবরাহ করছি। আমাদের দ্রুত, নিরাপদ এবং সস্তায় পরিষেবা আপনার জীবনকে সহজ করার জন্য উদ্ভাবিত করা হয়েছে। আমাদের সেবা সম্পর্কে আরও জানতে আজই যোগাযোগ করুন। স্টুডেন্ট কেয়ার ওয়েবসাইট: https://studentcare3123.business.site/?m=true

Comments

Popular posts from this blog

৩ হাজার ১৭ পদে । dlrs Job Circular 2024 । ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । dlrs.teletalk.com.bd । dlrs.gov.bd । studentcaremb ।

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-Moulvibazar DC Office Job Circular 2024