রিলিজ স্লিপে ভর্তির আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
ডিগ্রী ১ম বর্ষ(২০২২-২৩) সেশন এর রিলিজ স্লিপে ভর্তির আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
ডিগ্রি(নিয়মিত) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ২৮/১১/২০২৩ তারিখ বিকাল ৪টায় শুরু হয়ে ০৫/১২/২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
✅যে সকল ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবে,
ক) ১ম ও ২য় মেধা তালিকায় স্থান পায়নি;
খ) ১ম বা ২য় মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি
গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করছে তারা রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবেন।
🚨সিট খালি থাকা সাপেক্ষে, চাইলে পূর্বে আবেদনকৃত কলেজসহ মোট ৫টি কলেজে রিলিজ স্লিপে আবেদন করা যাবে। রিলিজ স্লিপে আবেদন করার পর আবেদন ফর্ম কলেজে জমাদানের প্রয়োজন নেই।
সঠিক ও নির্ভুলভাবে আবেদন করার জন্য যোগাযোগ করতে পারেন
Student Care - স্টুডেন্ট কেয়ার
Student Care-স্টুডেন্ট কেয়ার
ব্রাদার্স মেনশন, মৌলভীবাজার সরকারি কলেজ গেইট ইসলামী ব্যাংকের নিচতলা।
০১৬৩৭৭৪৬৪৬৮
Comments
Post a Comment
Hi, thank you for commenting on our page! We are thrilled to have you as a customer and look forward to serving you again in the future. If you have any questions or concerns, please do not hesitate to contact us.
Call or Whatsapp- +8801637746468
Email: studentcare3123@gmail.com
channel: https://whatsapp.com/channel/0029VaISHUj5a23uIpidff3d