একাদশ শ্রেণি ভর্তি বিজ্ঞপ্তি – XI Class Admission 2023-2024
একাদশ শ্রেণি ভর্তি বিজ্ঞপ্তি – XI Class Admission
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, মাদ্রাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন আগামী ১০ আগষ্ট ২০২৩ থেকে শুরু হবে। তিনটি ধাপে চলবে আবেদন কার্যক্রম। এবার অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া চলবে। এইচএসসি ভর্তির নীতিমালায়-২০২৩’ এ তথ্য প্রকাশ করা হয়েছে।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ১০ আগষ্ট থেকে শুরু হয়েছে। প্রথম পর্যায়ের আবেদন ১০ আগষ্ট ২০২৩ থেকে শুরু হয়ে ২০ আগষ্ট ২০২৩ পর্যন্ত চলবে।
নীতিমালা অনুযায়ী-একাদশ শ্রেণিতে তিন ধাপে ভর্তির আবেদন নেওয়া হবে। প্রথম ধাপে ১০-২০ আগস্ট আবেদন প্রক্রিয়া চলবে। দ্বিতীয় ধাপে ১২-১৪ সেপ্টেম্বর এবং তৃতীয় ধাপে ২০-২১ সেপ্টেম্বর আবেদন গ্রহণ করা হবে।ভর্তির আবেদনের সময় একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমে দিতে পারবেন। এ বছর সর্বোচ্চ ভর্তি ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগামী ২৬ সেপ্টেম্বর ভর্তি শুরু হবে। ভর্তি প্রক্রিয়া চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এ বছর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।
গত বছর অনলাইন এবং এসএমএসের মাধ্যমে ভর্তির কার্যক্রম পরিচালিত হলেও এবার শুধু অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা মাদরাসায় আবেদন করা যাবে। এর জন্য নেয়া হবে ১৫০ টাকা। অনলাইনে xiclassadmission.gov.bd ওয়েবসাইটে আবেদন করা যাবে। তবে কোনো শিক্ষার্থী ১০টির বেশি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে না।
বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসি কলেজে ভর্তি করা হবে। গতবারের মত এবারো প্রার্থী সর্বনিম্ন ০৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের জন্য আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মেধা ও পছন্দক্রম অনুযায়ী তার জন্য একটি কলেজ বরাদ্দ দেওয়া হবে। চলুন জেনে নেওয়া যাক ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ।
১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ০৭/০৯/২০২৩ তারিখ হতে ১০/০৯/২০২৩ তারিখ সন্ধ্যা ৮:০০ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ( ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। তবে পরবর্তীতে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ২৬/০৯/২০২৩ হতে ০৫/১০/২০২৩ পর্যন্ত। ক্লাস শুরুর তারিখ ০৮/১০/২০২৩।
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সময়সীমা ২০২৩-২০২৪
• একাদশ শ্রেণিতে যারা ভর্তি হতে পারবেঃ ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি উত্তীর্ণরাও ছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০২১, ২০২২ ও ২০২৩ সালের পরীক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি যোগ্য বলে বিবেচিত হবে।
• আবেদন পদ্ধতিঃ অনলাইন আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি জেনে নিন
• আবেদনের সময়সীমাঃ আবেদন প্রক্রিয়া ১০ আগষ্ট থেকে শুরু হয়ে ২০ আগষ্ট (যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের ও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে) পর্যন্ত।
• আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তির সময়সীমাঃ ২১ আগষ্ট থেকে ২৪ আগষ্ট পর্যন্ত।
• শুধুমাত্র পুনঃনিরীক্ষণের পর ফলাফল পরিবর্তিতদের ক্ষেত্রে আবেদনের সময়সীমাঃ ৩১ আগষ্ট
• পছন্দক্রম পরিবর্তনের সময়ঃ ৩১ আগষ্ট।
• ১ম মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ১ম মেধাক্রম ৫ সেপ্টেম্বর জায়ারি এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের পাশাপাশি আমাদের ওয়েবসাইট এ প্রকাশ করা হবে ।
• শিক্ষার্থীর Selection নিশ্চায়নঃ (শিক্ষার্থী নিশ্চিত না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে) ০৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
• ২য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ১২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত (যেসকল শিক্ষার্থী ইতিপূর্বে ভর্তির জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত (Selected) হয়নি –তারা কোন প্রকার ফি প্রদান ছাড়াই তাদের আবেদন update (নতুন কলেজ সংযোজন/বিয়োজন) করতে পারবে। যারা ইতিপূর্বে ভর্তির জন্য আবেদন করেনি অথবা ভর্তির জন্য নির্বাচিত (Selected) হয়েও ভর্তি নিশ্চায়ন করেনি –তারা আবেদন ফি ১৫০ টাকা (Teletalk / Rocket / Surecash এর মাধ্যমে) জমা দিয়ে আবেদন করতে পারবে এবং যারা পূর্বে আবেদন ফি জমা দিয়েছে কিন্তু আবেদন করেনি, তারা ও আবেদন করতে পারবে।)
• পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর
• ২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর
• ২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়নঃ (শিক্ষার্থী নিশ্চিত না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ১৭ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
• ৩য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ২০ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর
• পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশঃ ২৩ সেপ্টেম্বর
• ২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশঃ ২৩ সেপ্টেম্বর
• ৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়নঃ (শিক্ষার্থী নিশ্চিত না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ২৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
• কলেজ ভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রকাশঃ ২৫ সেপ্টেম্বর
• ভর্তির সময়সীমাঃ ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত
• ক্লাশ শুরুর তারিখঃ ৮ অক্টোবর ২০২৩
• অনলাইনে আবেদনঃ অনলাইনে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন www.xiclassadmission.gov.bd অনলাইনে ভর্তি আবেদনে পছন্দের ০৫ থেকে ১০টি কলেজকে নির্বাচন করতে পারবে শিক্ষার্থীরা।
• আবেদন ফিঃ অনলাইনে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন ৫ টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা আবার ১০টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা চার্জ করবে।
• শাখা নির্বাচনঃ বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণরা যেকোনো বিভাগে ভর্তি হতে পারবে। মানবিক শাখা থেকে উত্তীর্ণরা মানবিকের পাশাপাশি ব্যবসায় শিক্ষা শাখায় এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি হতে পারবে।
Comments
Post a Comment
Hi, thank you for commenting on our page! We are thrilled to have you as a customer and look forward to serving you again in the future. If you have any questions or concerns, please do not hesitate to contact us.
Call or Whatsapp- +8801637746468
Email: studentcare3123@gmail.com
channel: https://whatsapp.com/channel/0029VaISHUj5a23uIpidff3d