২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (🎓সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
📢 **সতর্কতা! গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি** 📣
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (🎓সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাচ্ছি! 🌟
🌐 ভর্তি বিষয়ক ওয়েবসাইট: (www.nu.ac.bd/admissions)
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (🎓সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু করছে এবং তা ১৩ জুলাই বিকাল ৪টা থেকে ২৩ জুলাই ২০২৩ রাত ১২টা পর্যন্ত চলবে। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখবেন:
🔹 মেধা তালিকায় স্থান পাননি আবেদনকারীরা।
🔹 মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি আবেদনকারীরা।
🔹 ১ম/২য়/কোটার মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সেসকল আবেদনকারীকে আবশ্যক ভর্তি তালিকায় স্থান পেতে ১ম রিলিজ স্লিপে আবেদন করতে হবে।
আপনারা অনুগ্রহ করে মনে রাখবেন যে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (🎓সম্মান) শ্রেণিতে যে কোন ছাত্র/ছাত্রী যদি ১ম রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হন, তাহলে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবেন ১৯ জুলাই ২০২৩ তারিখের মধ্যে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পেতে পারবেন।
আবেদনের সময়সূচি ১৩/০৭/২০২৩ হতে ২৩/০৭/২০২৩।
আপনাদের কলেজে অবশ্যই এই বিষয়গুলি মনে রাখবেন:
🔹 আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের http://app1.nu.edu.bd/ অপশনে যেতে হবে।
🔹 সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি করতে হবে।
🔹 রিলিজ স্লিপের আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে।
আবেদনকারীকে বিভাগ ও জেলাভিত্তিক College Selection Option এ গিয়ে যে কোন কলেজ Select করলে ঐ কলেজের শূন্য আসনের তালিকা দেখতে পাবেন। প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার পছন্দ অনুযায়ী ((Eligible) বিষয় নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে। পছন্দের পাঁচটি কলেজে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের সময়সূচি হলঃ
১৩/০৭/২০২৩ হতে ২৩/০৭/২০২৩।
Comments
Post a Comment
Hi, thank you for commenting on our page! We are thrilled to have you as a customer and look forward to serving you again in the future. If you have any questions or concerns, please do not hesitate to contact us.
Call or Whatsapp- +8801637746468
Email: studentcare3123@gmail.com
channel: https://whatsapp.com/channel/0029VaISHUj5a23uIpidff3d