✅২০২২-২০২৩ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ১ম মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি✅




মৌলভীবাজার সরকারি কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ ১ম মেধা তালিকায় স্থান প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, আগামী 🚨২৯.০৫.২০২৩🚨 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) নিস্নোক্ত ধাপসমূহ অনুসরপপূর্বক কলেজে ভর্তি হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। উল্লেখ্য ১ম মেধা তালিকায় স্থান প্রাপ্ত ভর্তিচ্ছু কোন শিক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোন কলেজে ভর্তি হয়ে থাকলে তাকে ২৫.০৫.২০২৩ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পূর্বের ভর্তি বাতিল পূর্বক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং মেধা তালিকায় স্থান প্রাপ্ত কোন শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমের বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে (yes) অপশন সিলেক্ট করতে হবে।

✅ভর্তির জন্য অবশ্যই নিম্মোক্ত ধাপসমূহ অনুসরণ করতে হবে :

ধাপসমূহ:
১মধাপ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েব সাইটে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পূরণ করে ভর্তি ফরমের প্রিন্ট কপি বের করতে হবে।

২য়ধাপ: এ পর্যায়ে শিক্ষার্থীদেরকে মৌলভীবাজার সরকারি কলেজের ওয়েবসাইটে ভর্তির রোল নম্বর প্রদান
করার পর শিক্ষার্থীর নাম ও ভর্তি ফি প্রদর্শিত হলে প্রয়োজনীয় তথ্য প্রদানপূর্বক ট্যাপ মোবাইল ব্যাংকিং অপারেটরের মাধ্যমে ভর্তি ফি প্রদান করতে হবে। উল্লেখ্য ট্যাপ মোবাইল ব্যাংকিং অপারেটরের সার্ভিস চার্জ প্রযোজ্য ।

৩য়ধাপ: ফি প্রদান শেষে কলেজের ওয়েব সাইটে প্রবেশ করে  ভর্তি ফি জমাদানের আইডি এবং ভর্তির আবেদনের রোল নম্বর প্রদান করতে হবে। পরবর্তী নির্ধারিত কলেজ ভর্তি ফরম যথাযথভাবে পূরণ এবং নির্ধারিত স্থানে রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। ভর্তি ফি প্রদান এবং ভর্তি ফরম পূরণ সম্পন্ন হলে শিক্ষার্থীর নামসহ ফি প্রদানের রশিদ এবং পূরণকৃত কলেজ ভর্তি ফরম প্রিন্ট করতে হবে।

৪র্থ ধাপ:  ফি প্রদান শেষে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে স্ব স্ব বিভাগে সেমিনার ফি ও শিক্ষা সফর ফি প্রদানপূর্বক ভর্তি রশিদ সংগ্রহ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

ভর্তির সময় নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে ।

১)  ডাউনলোডকৃত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম।

২) ডাউনলোডকৃত মৌলভীবাজার সরকারি কলেজের ভর্তি ফরম।

৩) এসএসসি/সমমান, এইচএসসি/সমমানের নম্বরপত্র, রেজিঃ কার্ড এর ১ সেট ফটোকপি।

8) সদ্য তোলা ১ কপি পাসপোর্ট ও ২ কপি স্ট্যাম্প সাইজের ছবি।

৫) কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের অবশ্যই কোটার মূল সনদপত্র প্রদর্শনপূর্বক একসেট ফটোকপি অবশ্যই জমা দিতে হবে।







আপনি কী করে ক্যারিয়ার এবং একাডেমিক জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন কাজ করতে চান? আপনি নিরাপদ, তাড়াতাড়ি এবং খরচহীন সেবার প্রয়োজন আছে? তাহলে স্টুডেন্ট কেয়ার আপনার জন্য সেরা নির্বাচন। আমরা আপনাদের জন্য কর্ম আবেদন সহায়তা, টিকেট এবং পরীক্ষার বুকিং, সিভি তৈরি, ডাটা এন্ট্রি, প্রিন্ট এবং স্ক্যানিং, ইমেল ব্যবস্থাপনা এবং অন্যান্য পরিষেবা সরবরাহ করছি। আমাদের দ্রুত, নিরাপদ এবং সস্তায় পরিষেবা আপনার জীবনকে সহজ করার জন্য উদ্ভাবিত করা হয়েছে। আমাদের সেবা সম্পর্কে আরও জানতে আজই যোগাযোগ করুন। স্টুডেন্ট কেয়ার ওয়েবসাইট: https://studentcare3123.business.site/?m=true

Comments

Popular posts from this blog

পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2024 Police Constable Job Circular

Bangladesh Army Job Circular 2024-বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার ২০২৪

বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (৯১ BAFA কোর্স)