মৌলভীবাজার জেলা পরিষদের নিজস্ব তহবিল হতে ২০২২-২৩ অর্থ বৎসরের বাজেট বরাদ্দের আওতায় মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা, অস্বচ্ছল, মেধাবী ছাত্র / ছাত্রী ২০২০ ইং সনে এইচ.এস.সি/সমমান ও ২০২১ ইং সনে এস.এস.সি /সমমান , এইচ.এস.সি / সমমান , ২০২২ ইং সনে এস.এস.সি /সমমান , এইচ.এস.সি / সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে বাংলাদেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত তাদেরকে এককালীন বৃত্তি প্রদানের জন্য নিম্ন বর্ণিত সাপেক্ষে নির্ধারিত শর্তাবলী অনুসারে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

আবেদনের প্রক্রিয়া জেলা পরিষদ কার্যালয় মৌলভীবাজার। www.zpmoulvibazar.gov.bd স্মারক নংঃ ৪৬.০০.৫৮০০.০০১.০৮.০১৯.০৫.১৭৪ তারিখঃ ১৩/০৪/২০২৩ ইং। ছাত্র বৃত্তি বিজ্ঞপ্তি মৌলভীবাজার জেলা পরিষদের নিজস্ব তহবিল হতে ২০২২-২৩ অর্থ বৎসরের বাজেট বরাদ্দের আওতায় মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা, অস্বচ্ছল, মেধাবী ছাত্র / ছাত্রী ২০২০ ইং সনে এইচ.এস.সি/সমমান ও ২০২১ ইং সনে এস.এস.সি /সমমান , এইচ.এস.সি / সমমান , ২০২২ ইং সনে এস.এস.সি /...